খেলাধুলাপ্রধান খবর

বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ব্যাট করছেন বগুড়ার দুই কৃতি সন্তান

বাংলাদেশ ‘এ’ দল বনাম এইচপি ক্রিকেট দলের মধ্যকার চারদিনের প্রথম ম্যাচের তৃতীয় দিনের রাজত্বে ছিলেন বৃষ্টি। বৃষ্টির বাধায় সারাদিনে খেলা হয়েছে মাত্র ২৬ মিনিট। আর এই অল্প সময়ে কোনো উইকেট হারায়নি এইচপি দল।

বাংলাদেশ ‘এ’ দলের ৩৩৯ রানের জবাবে ব্যাটিং করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে এইচপি দল। মাত্র ৩০ রানের মধ্যেই ৩টি উইকেট হারিয়ে ফেলেন তরুণ ক্রিকেটাররা। ৪২ বলে ১২ রান করে শহিদুল ইসলামের বলে বোল্ড হয়েছিলেন পারভেজ হোসেন ইমন। এরপরই পরপর আরো দুই উইকেট হারায় তারা। তবে প্রথম থেকেই একপ্রান্তে পিচ আকড়ে ধরে থাকেন তানজিদ তামিম।

বগুড়ার দুই কৃতি সন্তান তানজিদ হাসান তামিম ২১ রান ও তৌহিদ হৃদয় ৫ রান নিয়ে দ্বিতীয় দিন শেষ করেছিলেন। তৃতীয় দিন সকাল থেকেই চট্টগ্রামে বৃষ্টি নামে। ফলে প্রথম সেশন পুরোটা চলে যায় বৃষ্টির কবলে। বৃষ্টি থামলে দুপুর ২টায় শুরু হয় খেলা। কিন্তু মাত্র ৫.৪ ওভার খেলা হতেই আবার শুরু হয় বৃষ্টি। ফলে আবারও খেলা বন্ধ হয়ে যায়।
সর্বশেষ স্কোর তানজিদ হাসান তামিম ৩১ এবং তৌহিদ হৃদয় ৯ রানে অপরাজিত আছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button