কাহালু উপজেলা

কাহালুতে নিসচা’র বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন

বগুড়ার কাহালুতে নিরাপদ সড়ক চাই কাহালু উপজেলা কমিটির উদ্যোগে সারা উপজেলা ব্যাপী ১ হাজার বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়।


মঙ্গলবার বেলা ১১টায় স্বাস্থ্যবিধি মেনে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছ লাগানোর মাধ্যমে আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আল হাসিবুল হাসান কবিরাজ সুরুজ ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাছুদুর রহমান।


এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ রিদওয়ানুর রহমান, কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আমবার হোসেন, কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এফ.এম.এ সালাম, বিশিষ্ট সমাজসেবক রিপন সরকার, নিসচা কাহালু উপজেলা কমিটির উপদেষ্টা ও পৌর কাউন্সিলর মোজাম্মেল হক মোজাম, নিরাপদ সড়ক চাই বগুড়ার জেলা কমিটির সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম সোহাগ, সাংগঠনিক সম্পাদক আল-আমিন, কাহালু উপজেলা নিসচার সভাপতি কুতুব শাহাব উদ্দিন বাবু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক ফাহিম আহম্মেদ রিয়াদ, সদস্য রায়হান, শামিম, স্থানীয় সাংবাদিকবৃন্দ সহ আরোও অন্যান্যরা।


উদ্বোধনীর প্রথম দিনেই কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও কাহালু সিনিয়র সিদ্দিকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে গাছ লাগানো হয়। নিসচার সদস্যরা জানান, করোনাকালীন সময়ে স্বাস্থ্যবিধি মেনে মানুষকে সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি এবছরের মধ্যে পর্য়ায়ক্রমে সারা উপজেলায় ব্যাপী এক হাজার গাছ লাগানোর উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button