তথ্য ও প্রযুক্তি

স্মার্টফোন সরবরাহে শীর্ষস্থানে স্যামসাং, শাওমি দ্বিতীয়

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বৈশ্বিক স্মার্টফোন বিক্রি হয়েছে প্রায় ৩৩ কোটি। কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রতিবেদনে দেখা গেছে, দ্বিতীয় প্রান্তিকে বিক্রির দিক থেকে স্যামসাং শীর্ষস্থান ধরে রাখলেও তাদের বাজার শেয়ার ৩ শতাংশ কমে ১৮ শতাংশে দাঁড়িয়েছে। ভারত, মধ্য আমেরিকা, ল্যাটিন আমেরিকা ও দক্ষিণ-পূর্ব এশিয়ার মতো বাজারগুলোতে আশানুরূপ ব্যবসা করতে না পারায় স্যামসাংয়ের বাজার শেয়ারে প্রভাব পড়েছে। অন্য দিকে চীন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও ইউরোপে শক্তিশালী বিক্রির জেরে শীর্ষ স্মার্টফোন বিক্রেতা হিসেবে দ্বিতীয় অবস্থানে রয়েছে শাওমি। সব মিলে এখন পর্যন্ত সেরা প্রান্তিক কাটাল শাওমি। তৃতীয় স্থানে থাকলেও অ্যাপল রেকর্ড পণ্য বিক্রি করেছে। বিশ্বজুড়ে আইফোন ১২ বিক্রির মাধ্যমে বেশ ভালো আয় করেছে অ্যাপল। শীর্ষ পাঁচে অবস্থান ধরে রেখেছে চীনা স্মার্টফোন কোম্পানি অপো ও ভিভো। পাঁচ কোটি ৯০ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহের মাধ্যমে বাজারের শীর্ষে রয়েছে স্যামসাং। আর পাঁচ কোটি ১০ লাখ ইউনিট স্মার্টফোন নিয়ে দ্বিতীয় অবস্থানে শাওমি এবং তৃতীয় অবস্থানে থাকা অ্যাপলের স্মার্টফোন সরবরাহের পরিমাণ ছিল চার কোটি ৪২ লাখ ইউনিট। শীর্ষ পাঁচে থাকা অপো তিন কোটি ২৮ লাখ ইউনিট ও ভিভো তিন কোটি ১৬ লাখ ইউনিট স্মার্টফোন সরবরাহ করেছে। প্রিমিয়াম ও সাশ্রয়ী ব্র্যান্ডের সংযোগে প্রথমবারের মতো পাঁচ কোটিরও বেশি স্মার্টফোন বিক্রি করল চীনা স্মার্টফোন নির্মাতা শাওমি। ভারতের মতো বৃহৎ বাজারে করোনার প্রভাব সত্ত্বেও শাওমির বিক্রি চাঙ্গায় ভূমিকা রেখেছে ইউরোপ, দক্ষিণ-পূর্ব এশিয়া, মধ্য আমেরিকা ও ল্যাটিন আমেরিকার মতো বাজার। রেডমি নোট ও এমআই ১১ সিরিজের ওপর ভর করে রেকর্ড আয় করেছে শাওমি

এই বিভাগের অন্য খবর

Back to top button