বগুড়া জেলা

উত্তরাঞ্চলের অনেক যাত্রী এখনও রাস্তায়

গত মঙ্গলবার ঈদের ছুটিতে ঢাকা থেকে উত্তরাঞ্চলের দুরবর্তি জেলাগুলোতে রওয়ানা হওয়া অনেক যাত্রীই বুধবারেও পৌঁছাতে পারেনি নিজ নিজ গন্তব্যে। বুধবার দুপুর ১ টায় বগুড়ার তিনমাথা রেলগেট
এলাকায় গিয়ে দেখা যায়, বাসে, ট্রাকে পিক আপ ভ্যানে মানুষ যাচ্ছে বৃহত্তর রংপুর ও দিনাজপুরের বিভিন্ন জেলায়।


এসব যাত্রীর কেউই ঈদের জামাত ধরতে পারেনি। মঙ্গলবার বিকেলে ঢাকা থেকে রওয়ানা দিয়ে বগুড়ায় পৌঁছে বেলা ১টায় তিনমাথা রেল গেটে নেমে হাঁফ ছেড়ে বাঁচলো গার্মেন্টস কর্মি ফজলে রাব্বি( ৫২)।
বললো, নামাজ মিস হলেও বগুড়ায়তো ফিরলাম। এরপর দোকান থেকে একবোতল পানি কিনে পান করলো। তার দেখাদেখি ওই বাসের আরও কিছু যাত্রী নেমে বিস্কুট ও পানি কিনলো। তারা রংপুর যাবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button