করোনা আপডেটজাতীয়প্রধান খবর

করোনায় দেশে মৃত্যু ১৭ হাজার ছাড়ালো

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে প্রতিদিনই মৃত্যুর সংখ্যা বাড়ছে। দেশে গত ২৪ ঘণ্টায় আরও ২১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৭ হাজার ৫২ জনে।

বুধবার (১৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছেন ১২ হাজার ৩৮৩ জন। এ নিয়ে দেশে করোনায় মোট শনাক্ত হলো ১০ লাখ ৫৯ হাজার ৫৩৮ জন।

মঙ্গলবার (১৩ জুলাই) ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছিল ২০৩ জনের এবং শনাক্ত হয়েছিল ১২ হাজার ১৯৮ জন।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয় এবং এর ১০ দিন পর ১৮ মার্চ প্রথম এ ভাইরাসে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

এই বিভাগের অন্য খবর

Back to top button