জাতীয়প্রধান খবর

বিধিনিষেধ আরও ৭ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

করোনাভাইরাস সংক্রমণের বর্তমান পরিস্থিতিতে চলমান বিধিনিষেধ ১৪ জুলাই পর্যন্ত বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখার উপসচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপন জারি করা হয়।

সেখানে বলা হয়, ১৪ তারিখ মধ্যরাত পর্যন্ত এসব বিধিনিষেধের সময়সীমা বর্ধিত করা হলো।

করোনা সংক্রমণ রোধে ১ জুলাই ভোর থেকে ৭ দিনের জন্য কঠোর লকডাউন ঘোষণার প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সরকারি, আধা সরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখতে বলা হয়।

সেই কঠোর লকডাউনের মেয়াদ শেষ হবে আগামী ৭ জুলাই। তার আগেই নতুন করে প্রজ্ঞাপন জারি করা হলো।

২৮ জুন থেকে দেশে শুরু হয় সীমিত আকারের লকডাউন।

এই বিভাগের অন্য খবর

Back to top button