করোনা আপডেটজাতীয়প্রধান খবর

দেশে করোনায় একদিনে ১৫৩ জনের মৃত্যু

প্রতিদিনই করোনার রুদ্রমূর্তি দেখতে শুরু করেছে দেশ। করোনায় প্রথমবারের মতো দেড় শতাধিক প্রাণহানি দেখলো দেশ। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৫৩ জন। মোট প্রাণহানি ছাড়ালো ১৫ হাজার।

শনিবার (৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৬৬১ জনের শরীরে। শনাক্তের হার ২৮.৯৯। এ নিয়ে দেশে শনাক্তের সংখ্যা বেড়ে দাড়ালো ৯ লাখ ৪৪ হাজার ৯১৭ জনে।

করোনার ভয়াল ধাবায় বিপর্যস্ত খুলনা বিভাগ। সবচেয়ে বেশি ৫১ জনের প্রাণ গেছে এই বিভাগে।এর পরই ঢাকায় ৪৬ জন। আর চট্টগ্রামে ১৫ এবং রাজশাহীতে ১২ জনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, এই হারে রোগী বাড়লে দেশে অক্সিজেন সংকট দেখা দেবে।

যুক্তরাষ্ট্র ও চীন থেকে আসা মডার্না-সিনোফার্মের টিকা কবে এবং কাদের দেয়া হবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে কাল। চ্যানেল টোয়েন্টিফোরকে এই তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

এই বিভাগের অন্য খবর

Back to top button