প্রধান খবরসারাদেশ

কর্মস্থলে যাতায়াতে ভোগান্তি, গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

গণপরিবহণ চালুর দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ করেছেন পোশাক ও পরিবহণ শ্রমিকরা।

বুধবার সকালে চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় এ বিক্ষোভ করে তারা। 

এ সময় পোশাক শ্রমিকরা বলেন, লকডাউনে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হলেও পোশাক ও শিল্প কারখানা খোলা রাখা হয়েছে। শিল্প প্রতিষ্ঠান ও পোশাক কারখানাগুলো তাদের শ্রমিকদের আনা-নেয়ার জন্য নিজস্ব কোনো পরিবহণের ব্যবস্থা করেনি।  

অন্যদিকে পরিবহণ শ্রমিকদের অভিযোগ, লকডাউনে রিকশা ও ব্যক্তিগত গাড়ি চলাচল স্বাভাবিক থাকলেও শুধু গণপরিবহণ চলাচলে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এতে পরিবহণের সঙ্গে সংশ্লিষ্টরা মানবেতর জীবন-যাপন করছেন। শিগগিরই গণপরিবহন চালুর দাবি জানান তারা।

এই বিভাগের অন্য খবর

Back to top button