খেলাধুলা

জার্মানির কাছে হারল পর্তুগাল

ম্যাচে দুদল মিলিয়ে দেখা মিলল ৬ গোলের। যার ৪টিই দিয়েছেন পর্তুগাল খেলোয়াড়রা। এরপরও হারের খাতায় পর্তুগিজরা। হারারই কথা, ৪ গোলের ২টিই যে জয়ী জার্মানিকে উপহার দিয়েছেন রোনালদোর সতীর্থরা, মানে নিজেরা নিজেদের জালেই জড়িয়ে দিয়েছেন।

ইউরোয় শনিবারের দ্বিতীয় ম্যাচে মিউনিখে গ্রুপ ‘এফ’র ম্যাচে পর্তুগালকে ৪-২ গোলে হারিয়েছে জার্মানি।

এই গ্রুপে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ফ্রান্স। সমান ম্যাচে ৩ পয়েন্টে দুইয়ে জার্মানি, সমান পয়েন্টে গোলপার্থক্যে তিনে পর্তুগাল। চারে এক পয়েন্টের হাঙ্গেরি। শনিবারের প্রথম ম্যাচে যারা ১-১ গোলে রুখে দিয়েছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্সকে।

ম্যাচের পঞ্চম মিনিটে রোবিন গোসেন্সের গোল মুলারের হ্যান্ডবলের কারণে বাতিলের মধ্য দিয়ে শুরু জার্মান শোয়ের। পরে একের পর এক আক্রমণ শানাতে থাকে জার্মানরা।

খেলার বিপরীত ধারায় ১৫ মিনিটে অবশ্য প্রথমে লিড নেয় পর্তুগাল। গোলটি করেন গত ম্যাচে দুই গোল করা ক্রিস্টিয়ানো রোনালদো, মহাতারকাকে বলের যোগান দিয়েছিলেন ডিয়েগো জোটা।

ম্যাচের ৩৫ মিনিট থেকে দুর্ভাগ্যের শুরু হয় পর্তুগালের। চার মিনিটের ব্যবধানে দুবার নিজেদের জালে বল জড়ায় দলটি। প্রথমটি ৩৫ মিনিটে, হাভার্টজের দিকে বাড়ানো গোসেন্সের ক্রস বিপদমুক্ত করতে যেয়ে নিজ জালে জড়িয়ে দেন রুবেন ডিয়াজ। দ্বিতীয়টি ৩৯ মিনিটে, এবার জড়ান রাফায়েল গের্রেইরো।

মধ্যবিরতির পর ফিরে নিজেদের খেলোয়াড় দ্বারা প্রথম গোলটি পায় জার্মানি। ৫১ মিনিটে কাই হাভার্টজ ৩-১ করেন, বলের যোগানদাতা ছিলেন গোসেন্স। ম্যাচের ৬০ মিনিটে সেই গোসেন্সই আনেন দলের চতুর্থ গোলটি, এবার বল বাড়িয়ে দিয়েছিলেন জসুয়া কিমিচ।

সাত মিনিট পর আরেকটি গোল দিয়ে ম্যাচ জমিয়ে তোলার আভাস দিয়েছিল পর্তুগাল। রোনালদোর অ্যাসিস্টে জোটার সেই গোলের পর আর জালের দেখা পায়নি দুদলের কেউই। ফলাফল, হেরে মাঠ ছাড়তে হয় রোনালদোদের।

এই বিভাগের অন্য খবর

Back to top button