অর্থ ও বানিজ্য

কেজি প্রতি সবজির দাম বেড়েছে ১০ টাকা

টানা বর্ষণের প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজারে। সপ্তাহের ব্যবধানে প্রতিটি সবজির দাম বেড়েছে কেজিতে ১০ টাকা পর্যন্ত। অন্যদিকে পেঁয়াজ ও আদার দাম কিছুটা কমলেও ঊর্ধ্বমুখী চাল ও মাছের বাজার। ক্রেতারা বলছেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর স্বাভাবিক রাখতে দরকার নিয়মতি তদারকি।

ক্রেতা-বিক্রতার হাঁকডাকে বেশ জমজমাট রাজধানীর মোহাম্মদপুর টাউন হল কাঁচাবাজার। তবে গত কয়েক দিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে কেজিপ্রতি গুণতে হচ্ছে অন্তত ১০ টাকা বেশি। তবে কিছুটা কমেছে পেঁয়াজ ও আদার দাম।

দীর্ঘদিন ধরে উত্তাপ ছড়ানো তেলের বাজারেও নেই কোনো পরিবর্তন। ৫ লিটার বোতলজাত সয়াবিন বিক্রি হচ্ছে ৭২৮ টাকা পর্যন্ত। গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও প্রকারভেদে মাছের দাম কেজিতে বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা। যার পেছনে পাইকারি বাজারের বাড়তি দরকে দুষছেন বিক্রেতারা। তবে দামের এই উর্ধ্বমুখী প্রবণতায় ক্ষুদ্ধ ক্রেতারা।

এদিকে বোরো মৌসুমের চাল বাজারে আসলেও সপ্তাহের ব্যবধানে কেজিতে ক্রেতাদের বেশি গুণতে হচ্ছে ২ থেকে ৩ টাকা।

এই বিভাগের অন্য খবর

Back to top button