বগুড়া জেলা

বগুড়ায় শজিমেকে দালালচক্রের ৭ সদস্যকে ৮০ হাজার জরিমানা এবং ৭ জনকে ১ মাসের কারাদন্ড

বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালসহ হাসপাতাল এলাকার বিভিন্ন স্থানে র‍্যাব ১২ এর সাড়াশি অভিযানে দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারের সত্বাধিকার রুমা বেগমকে ৫০হাজার টাকা জরিমানাসহ দালাল চক্রের ৭ সদস্যকে মোট ৮০ হাজার টাকা এবং ৭ জনকে বিনাশ্রমে ১ মাসের কারাদন্ড প্রদান করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাসিম রেজা।

দুপুরে হাসপাতাল চত্তরের বিভিন্ন স্থানে র‍্যাব ১২ এর কোম্পানি কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে র‍্যাব ১২ এর অভিযানে ১৮ জন দালাল চক্রের সদস্যকে আটক করা হয়।

র‍্যাব জানায়,দীর্ঘদিন যাবত শহীদ জিয়াউর রহমান কলেজ হাসপাতালে দালাল চক্রের সদস্যরা বিভিন্ন সময় হাসপাতালে আসা রুগিদের বিভ্রান্ত ছড়িয়ে নানান রকম কমিশন আদায় করে। এমন গোপন তথ্যের ভিত্তিতে দুপুরে মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

এসময় তাদের বিরুদ্ধে মিথ্যা বিজ্ঞাপনে সেবা গ্রহীতার সাথে প্রতারণা করার দায়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাসিম রেজা। আর এদের মধ্যে দিগন্ত ডায়াগনস্টিক সেন্টারের মালিক্রুমা বেগমকে ৫০ হাজার টাকাসহ ৭ জনকে ৮০ হাজার টাকা এবং ৭ জনকে বিনাশ্রমে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়।তাছাড়া ২জন মহিলাসহ ৪ জনকে বেখসুর খালাশ দেয়া হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button