আন্তর্জাতিক খবর

গাজায় ফের ইসরায়েলের বিমান হামলা

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে আবারো বিমান হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। বুধবার (১৬ জুন) ভোরের দিকে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ।

আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি জানায়, ইসরায়েল দাবি উসকানিমূলকভাবে মঙ্গলবার গাজা থেকে ইসরায়েলের অভ্যন্তরে বহু বেলুন ওড়ানো হয়। এর জবাব দিতেই বিমান হামলা চালায় দেশটির বিমান বাহিনী। হামলায় ক্ষতির বিষয়ে এখনো কোনো তথ্য জানা যায়নি। এর আগে গাজায় টানা ১১ দিনের তাণ্ডব শেষে গত ২১ মে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল ইসরায়েল।

এর আগে মঙ্গলবার অধিকৃত পূর্ব জেরুজালেমে ইসরায়েলি কট্টর ডানপন্থিদের পতাকা মিছিলের প্রতিবাদে ফিলিস্তিনিদের বিক্ষোভে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর গুলি, টিয়ার শেল এবং গ্রেনেড হামলায় আহত হয়েছেন অন্তত অর্ধশত। এছাড়াও আটক হয়েছেন ১৭ ফিলিস্তিনি। মিছিল শুরুর আগেই এর প্রতিবাদে সাধারণ ফিলিস্তিনিরা বিক্ষোভ শুরু করলে এক পর্যায়ে ইসরায়েলি পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। পরে পূর্ব জেরুজালেম দখলের বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে ইসরায়েলের কট্টর ডানপন্থিরা বিতর্কিত ওই পতাকা মিছিল বের করলে উত্তেজনা ছড়িয়ে পড়ে আশপাশে।

এই বিভাগের অন্য খবর

Back to top button