বগুড়া জেলা

ফল বেচা-কেনায় জমজমাট বগুড়া

আমের ব্যবসায় ধাক্কা লাগলেও জুনের শুরু থেকেই জমে উঠেছে উত্তরাঞ্চলের অন্যতম বগুড়ার ফলের বাজার।

বগুড়ার স্টেশন রোডের ফলের আড়ত স্বাস্থ্যবিধি মেনেই ভোর থেকে মধ্যরাত পর্যন্ত জমজমাট থাকে। টানা ১৮ ঘণ্টা চলে মধু মাসের রসালো ফল কেনাবেচা। শুধু বৃহত্তর রাজশাহী জেলা নয়, উত্তরাঞ্চলের অন্যান্য জেলায় উৎপাদিত সব ধরনের আম বগুড়ার মৌসুমী আড়তে কেনাবেচা হয়। এর সাথে আছে টসটসে রসালো লিচু ও কালো জাম। হাত বাড়ালেই পাওয়া যায় দিনাজপুরের বিখ্যাত লিচুর পাশাপাশি রাজশাহী, জয়পুরহাট ও ঈশ্বরদীর সুস্বাদু লিচুও। এসব রসাল ফল শুধু উত্তরাঞ্চলেই নয়, যমুনা পাড়ি দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলসহ রাজধানী ঢাকা ও পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। পাকা আম-জামের রঙিন রসে শিশু-কিশোরের ঠোঁট রাঙায়। সাধ্য-সামর্থ্য থাকায় কারো জন্যই নয় আয়াস সাধ্য।


শুধুমাত্র মধু মাসের ফল ব্যবসার কারণে বগুড়ায় স্থায়ীভাবে বসবাস করছেন চাঁপাইনবাবগঞ্জের আব্দুল গফুর। তিনি জানালেন, জুন মাসের প্রথমদিনই তিনি ৪ লাখ টাকার আম বিক্রি করেছেন। আর গতকাল পর্যন্ত দু’দিনে বিক্রি বেড়ে সাড়ে ৯ লাখ টাকা হয়েছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button