আন্তর্জাতিক খবর

ঈদের দিনেও হামলা চালিয়েছে ইসরায়েল, বোমায় রক্তাক্ত ফিলিস্তিনের ঈদ

ঈদের দিনও গাজায় বর্বর হামলা চালিয়েছে ইসরায়েল। এতে এ পর্যন্ত ১৭ শিশু ৮ নারীসহ প্রাণ গেছে অন্তত ৬৯ জনের। সংঘাতের মধ্যেই আল আকসায় ঈদ জামাতে ছিলো হাজারো মুসল্লির ঢল।

চাঁদরাতেও বোমার আঘাতে নির্ঘুম গাজাবাসী। ঈদের সুখস্বপ্ন অধরা ফিলিস্তিনি পাড়ায়। মুর্হুমুর্হু বোমা রীতিমত ভূমিকম্পের মতোই কাঁপন ধরিয়েছে, ফিলিস্তিনি জনমনে। হামাসের জাতীয় নিরাপত্তা দপ্তরসহ ধসে পড়ে গাজার অন্যতম বহুতল ১৪ তলা ভবন যেখানে অবস্থিত আল আকসা টিভির ব্যুরো অফিস।

প্রাণহানির তালিকায় নিরপরাধ নারী ও শিশুসহ আছেন গাজা সিটির হামাস কমান্ডার বাসেম ইসাসহ বেশ কয়েকজন জ্যেষ্ঠ নেতা। 

ফিলিস্তানের এক নাগরিক বলেন, আমাদের কাছে ঈদের কোনো আনন্দ নেই। দখলদারদের হামলায় মৃত্যুভয় নিয়ে বেঁচে আছি। 

সংঘাত-উত্তেজনার মধ্যেই জেরুজালেমের আল আকসা মসজিদে ঈদের জামাতে ছিলো হাজারো মুসল্লির ঢল। 

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস বলেন, জেরুজালেম ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ এবং আমাদের রাজধানী। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলকে বলতে চাই, অনেক হয়েছে এবার দখলদারিত্ব বন্ধ করুন।  

লড শহরের আল নূর মসজিদে হামলা চালায় উগ্র ইহুদিরা। হাইফা শহরের ইহুদি ও আরব ইসরায়েলিদের সঙ্গে দাঙ্গা বাধে।

নেতানিয়াহু সরকারের দাবি, ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এ পর্যন্ত ইসরায়েল অভ্যন্তরে দেড় হাজারের বেশি রকেট হামলা চালায়। 

বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, পুলিশ ও সামরিক বাহিনীকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছি। হামাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াই চলবে। 

বৃহস্পতিবারও ভার্চুয়ালি বৈঠক করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ।

পূর্ব জেরুজালেমর শেখ জাররাহ থেকে ফিলিস্তিনি পরিবার উচ্ছেদ বন্ধে ইসরায়েলকে চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ২৫ ডেমোক্রেটিক আইনপ্রণেতা।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, নেতানিয়াহুর সঙ্গে আমার আলাপ হয়েছে। এ সংঘর্ষ শেষ হতে খুব বেশি সময় লাগবে না। তবে ফিলিস্তিনিরা রকেট ছুড়লে ইসরায়েলেরও আত্মরক্ষার অধিকার আছে। 

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস বলেন, সংঘাত কোনো সমাধান নয়। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই দ্বি-রাষ্ট্র সমাধানের উদ্যোগ নিতে হবে। 

বিক্ষোভ হয়েছে যুক্তরাষ্ট্র ও ইউরোপের কয়েকটি দেশে। গ্রিসের অ্যাথেন্সে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভকারীদের ওপর হামলা চালিয়েছে সেখানকার পুলিশ।

এই বিভাগের অন্য খবর

Back to top button