কাহালু উপজেলা

কাহালুতে ট্রান্সফরমার ও সিএনজিসহ আন্তঃজেলা চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

বগুড়ার কাহালুতে চোরাই বৈদ্যুতিক ট্রান্সফরমার, তামার কয়েল, চোরাই কাজে ব্যবহৃত সিএনজি ও অন্যান্য সরঞ্জামাদিসহ আন্তঃজেলা চোরচক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করে কাহালু থানা পুলিশ।

শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাহালু থানার এসআই আবু শাহীন কাদিরের নেতৃত্বে উপজেলার শান্তা-সুন্দরগাড়ী মোড়ে অভিযান চালিয়ে আন্তঃজেলা সংবদ্ধ চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

এসময় তাদের কাছ থেকে বৈদ্যুতিক ট্রান্সফরমারের ১১০ কেজি ১২ টি তামার কয়েল, চুরির কাজে ব্যবহৃত সরঞ্জামাদিসহ ও চোরাই মালামাল বহনকারী সিএনজি (বগুড়া-থ-১১-৫৮৮৮) উদ্ধার করে কাহালু থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার সাবানপুর গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র মোঃ আছির উদ্দিন (৫২), কৈগাড়ী গ্রামের মৃত আঃ সামাদের পুত্র মোঃ জুয়েল মিয়া (৩৫), খয়বর আলীর পুত্র মোঃ আজিজার রহমান (৪৫), গুরুবিশা গ্রামের মৃত আবু সাইদের পুত্র মোঃ সাইদুর সোনার (৩১), মাগুড়া গ্রামের মৃত মাজেদ আলীর পুত্র আঃ রহিম মুন্সি (৪২)।

কাহালু থানার অফিসার ইনচার্জ আমবার হোসেন (প্রিন্স) জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে একাধিক চুরি মামলা রয়েছে। তারা সবাই আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য।

এই বিভাগের অন্য খবর

Back to top button