বগুড়া জেলা

বগুড়া নারুলীতে ভারত থেকে এসে নিয়ম না মেনে অবস্থান করছেন ৪ জন

৩ মে সোমবার সকালে বগুড়া নারুলী এলাকায় একটি বাড়িতে লাল পতাকা ও হোম কোয়ারেন্টাইন স্টিকার লাগিয়ে দেন বগুড়া সদর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন বগুড়া সদর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সামির হোসেন মিশু, সদর থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, ২০ নং ওয়ার্ডের কাউন্সিলর রুস্তম আলী।

জানা যায়, এলাকার মাহবুবুর রহমান, লাভলী আক্তার, ওয়াসীউল ইসলাম, মাহবুবা রহমান নামের চার ব্যক্তি মেডিকেল ভিসায় ইন্ডিয়া অবস্থান করছিলেন। গত রবিবার রাতে চিকিৎসা শেষে তারা দেশে ফেরেন।

বর্তমান করোনা পরিস্থিতির নিয়ম-নীতির তোয়াক্কা না করেই তারা চলে আসেন তাদের নিজ বাড়ি বগুড়ায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে নানান ধরনের আতঙ্ক তৈরি হয়। এর মধ্যেই বাংলাদেশ ইমিগ্রেশন এর মাধ্যমে বগুড়ার সিভিল সার্জনকে বিষয়টি অবগত করলে প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ সোমবার সকালে এ ব্যবস্থা নেয়।

ভারত থেকে ফেরা ওয়াসীউল ইসলামের সাথে কথা বলা হলে তিনি জানান তার শ্বশুর মাহবুবুর রহমানের ওপেন হার্ট অপারেশন করার জন্যই তারা কলকাতায় গিয়েছিলেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button