বগুড়া জেলা

বগুড়া সদরে কৃষক আসলামের জমির ধান কেটে দিলো ছাত্রলীগ কর্মীরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগের নেতাকর্মীরা। চলমান লকডাউনে শ্রমিক সংকট ও অর্থনৈতিক সংকটে যখন কৃষক ধান কাটতে পারছিল না তখন পাশে দাঁড়ালো ছাত্রলীগ।

শুক্রবার বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম পারভেজের নেতৃত্বে ছাত্রলীগের নেতাকর্মীরা কৃষক আসলামের ধান কেটে দেন। সকাল ১০ টায় বগুড়া শহর থেকে ১৪ কিলোমিটার দূরে বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের ঐতিহ্যবাহী নরুইল বিলের পাশে কৃষক আসলামের ২৮ শতক জমির পাকা ধান কেটে বাড়িতে পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

ধান কাটা কর্মসূচিতে অংশ নেন বগুড়া জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম পারভেজ, জেলা ছাত্রলীগ নেতা আব্দুর রউফ সুইট, রাফি, নাহিদ, আদনাল আভি, আরাফাত, সনজু, প্লাবন, লেমন, স্বাগতম প্রমুখ।

জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম আলম পারভেজ জানান,মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন কৃষকের ধান কেটে দেয়ার জন্য। সেই নির্দেশনায় বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এর তত্ত্বাবধানে ছাত্রলীগের নেতাকর্মীরা গরীব কৃষক খুঁজে তাদের ধান কেটে দিচ্ছেন। বঙ্গবন্ধুর হাতে গড়া ছাত্রলীগ সব সময় মানবিক কাজে এগিয়ে রয়েছে। আমরা প্রায় ২৫ -৩০ জন ছাত্রলীগের নেতা-কর্মী স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করে কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছি। এছাড়াও করোনার দুর্দিনে অসহায়দের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বিভিন্ন খাদ্য সামগ্রী সহায়তা,মাস্ক বিতরণ,সেহেরি বিতরণ,ইফতার বিতরণ করার চেষ্টা করেছি।যে কোন বিপদে পাশে থেকে কাজ করতে ছাত্রলীগ সবসময় প্রস্তুত।

কৃষক আসলাম বলেন,ক্ষেতের ধান পাকছে কিন্তু কাটার জন্য বিপদে ছিলাম। খবরে দেখলাম, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ধান কেটে দেয়ার নির্দেশ দিয়েছেন, আজ ছাত্রলীগের ছেলেগুলো আমার ধান কেটে দিচ্ছে। এটা আমার কাছে অনেক খুশির ব্যাপার। আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই, ছাত্রলীগের নেতাকর্মীদের ধন্যবাদ জানাই।

এই বিভাগের অন্য খবর

Back to top button