বগুড়া জেলা

আব্দুর রাজ্জাকের মৃত্যুতে বগুড়া জেলা আওয়ামী লীগের শোক

বগুড়া জেলা আওয়ামী লীগের সদস্য ও ফাঁপোর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রভাষক আব্দুর রাজ্জাক করোনায় আক্রান্ত হয়ে সোমবার দুপুর সাড়ে ১২টায় জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহে রাজেউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে শোক জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু।

নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেন আব্দুর রাজ্জাক ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক ছিলেন। সরকারি আজিজুল হক কলেজ থেকেই তিনি ছাত্র সংগঠনের মাধ্যমে নিজেকে ধাপে ধাপে তৈরি করেছিলেন। ছাত্রনেতা থেকে জননেতাতে পরিণত হয়েছিলেন। বগুড়ার আওয়ামী লীগের আন্দোলন সংগ্রামে তার ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button