করোনা আপডেট

বগুড়ায় করোনায় আরো ২ জনের মৃত্যু, শনাক্ত ২৬ জন

বগুড়ায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে আরো দুইজন মারা গেছেন। দুজনই শুক্রবার বগুড়া সরকারি মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তারা হলেন বগুড়া ফুলদিঘী এলাকার আব্দুল লতিফ(৮৫) এবং শহরের কাটনারপাড়া এলাকার আল বেরুনি (৭০)। বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

গত ২৪ ঘন্টায় বগুড়ায় ১৫৮ নমুনার ফলাফলে নতুন করে ২৬ জন করোনায় শনাক্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৩৯ জন। নতুন আক্রান্ত ২৬ জনের মধ্যে সদরের ২৪ জন, বাকি ২ জন আদমদীঘি ও শাজাহানপুরের বাসিন্দা।

২৩ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ১৩০টি নমুনায় ১৬ জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ২৮ নমুনায় ১০জনের পজিটিভ এসেছে।   

ডা: তুহিন আরো জানান, বগুড়ায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ৬৫৬ জন এবং সুস্থ হয়েছেন ১০ হাজার ৩১১জন। এছাড়া নতুন করে ২ জনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৮৬ জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ১০৫৯ জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button