বগুড়া সদর উপজেলা

বগুড়ায় কর্মহীন ৪’শ পরিবারের মাঝে খাদ্যসামগ্রী দিলেন সামিউল হক

পবিত্র মাহে রমজানে কোভিড-১৯ এর ২য় ঢেউয়ে কর্মহীনদের পাশে দাঁড়ানোর লক্ষ্যে বগুড়ার সেউজগাড়িতে গত সোমবার রাত থেকে স্বাস্থ্যবিধি মেনে পর্যায়ক্রমে প্রায় ৪’শ পরিবারের মাঝে ইফতার ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেছেন তরুণ সমাজসেবক ও বগুড়া পৌরসভার সর্বশেষ নির্বাচনে অংশ নেয়া ৮ নং ওয়ার্ডের এবং জেলার সর্বকনিষ্ঠ কাউন্সিলর প্রার্থী সামিউল হক।

কোভিড মোকাবেলায় দেশব্যাপী চলছে সরকারি বিধিনিষেধ! যার কারণে কর্মজীবি মানুষেরা জীবন বাঁচাতে ঘরে থেকেই নিরবে কাঁদছে পেটের ক্ষুধা মেটানোর তাগিদে। কোভিড-১৯ এর ১ম ঢেউয়ে বির্ভিন্ন মাধ্যমে মানুষ সহযোগিতা পেলেও এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। এমতাবস্থায় সেউজগাড়ি, সূত্রাপুর, জামিলনগর, সবুজবাগসহ আশেপাশের এলাকার ৪’শ কর্মহীন ও অসহায় পরিবারের পাশে মানবিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে তরুণ সমাজসেবক সামিউল। খাদ্যসামগ্রীস্বরুপ ৫০টি পরিবারকে দেওয়া হয়েছে পুরো সপ্তাহের প্রায় দেড় হাজার টাকার সামগ্রী এবং ৩৫০টি পরিবারকে প্রদান করা হয়েছে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, ডিম, চিনি, খেজুর ইত্যাদি সামগ্রী। করোনাকালীন সময়ের শুরু থেকে নিজ উদ্যোগে করা এমন মানবিক কার্যক্রম প্রসঙ্গে সামিউল হক বলেন, এই সমাজে নিম্নবিত্ত মানুষের পাশাপাশি মধ্যবিত্ত পরিবারের অসংখ্য মানুষ আছে যারা এই করোনাকালীন সময়ে আত্মসম্মানের ভয়ে কাউকে কিছু বলতে পারেনা নিরবে নিভৃতে কাঁদে একটু সহযোগিতার আশায়। মানুষ মানুষের জন্যে এই ব্রত নিয়ে এলাকার শুভাকাঙ্খীদের সহযোগিতায় তিনি পবিত্র মাহে রমজানে এই খাদ্যসামগ্রী বিতরণ করেছেন যা অব্যাহত থাকবে মর্মেও জানান তিনি। তাকে যারা বিভিন্নভাবে সহযোগিতা করছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি দেশের এই ক্রান্তিকালে সকলকে মানবিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।

এই বিভাগের অন্য খবর

Back to top button