করোনা আপডেট

বগুড়ায় আরও ৯২ জনের করোনা শনাক্ত; একজনের মৃত্যু

বগুড়ায় করোনায় আক্রান্ত হয়ে জাহিদুর রহমান(৭৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বগুড়ার শেরপুরের বাসিন্দা জাহিদুর শুক্রবার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে মারা গেছেন।

বগুড়ায় করোনার সংক্রমণ বেড়েই চলেছে। জেলায় গত ২৪ ঘন্টায় ৩০৪ নমুনার ফলাফলে নতুন করে ৯২জন করোনায় শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ৩০দশমিক ২৬শতাংশ। একই সময়ে সুস্থ হয়েছেন ২৫জন। নতুন আক্রান্ত ৯২জনের মধ্যে সদরের ৭৬জন, দুপচাঁচিয়ায় ৬জন, শেরপুরে ৫জন, গাবতলী ২জন বাকি ৩জন শিবগঞ্জ, কাহালু ও শাজাহানপুরের বাসিন্দা। শনিবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোস্তাফিজুর রহমান তুহিন।

ডা. তুহিন জানান, ১৬ এপ্রিল শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের পিসিআর ল্যাবে ২৮২টি নমুনায় ৮৭জনের পজিটিভ এসেছে। এছাড়া টিএমএসএস এ ২২ নমুনায় ৫জনের পজিটিভ এসেছে।

তিনি আরও জানান, এই নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হলেন ১১ হাজার ২৬৫জন এবং সুস্থতার সংখ্যা ১০ হাজার ৫২জনে দাঁড়িয়েছে। এছাড়া নতুন করে একজনের মৃত্যু হওয়ায় মোট মৃত্যু ২৭২জনে ঠেকেছে এবং বর্তমানে করোনায় চিকিৎসাধীন ৯৪১জন।

এই বিভাগের অন্য খবর

Back to top button