শেরপুর উপজেলা

শেরপুরে অবৈধভাবে মাটি তোলায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বগুড়া জেলার শেরপুর উপজেলায় অবৈধভাবে মাটি তোলায় মোস্তাফিজুর নামে একজনকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাটি তোলার কাজে ব্যবহৃত অ্যাসকেভেটর (খননযন্ত্র) আটক করা হয়।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার মির্জাপুর ইউপির দড়িমুকুন্দ গ্রামে এ অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন।

স্থানীয়রা জানান, মাটির ওই পয়েন্টটি স্থানীয় সড়কের পাশে ও জনবসতি এলাকায় অবস্থিত। এতে গ্রামের ঘর-বাড়ি ও সড়ক ক্ষতিগ্রস্ত হয়। মাটি ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় তাদের কাছে জিম্মি অবস্থায় ছিলেন গ্রামবাসীরা।

সাবরিনা বলেন, অভিযানে আনসার বাহিনীর সদস্যরা সার্বিক সহযোগিতা করেছেন। অবৈধভাবে বালু ও মাটি তোলা বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। 

এই বিভাগের অন্য খবর

Back to top button