বগুড়া সদর উপজেলা

বগুড়া পৌর এলাকায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন

বগুড়া পৌর এলাকায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।পৌরসভার পক্ষথেকে এই কার্যক্রমের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার বিকেলে শহরের সাতমাথায় মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক।

এসময় উপস্থিত ছিলেন, পৌর মেয়র রেজাউল করিম বাদশা, পৌরসভার সচিব রেজাউল করিম, সহ-প্রকৌশলী আবু জাফর মো: রেজা, শহর পরিকল্পনাবীদ আল মেহেদী হাসান, স্বাস্থ্য কর্মকর্তা শাহ আলী খান, পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ কুমার চক্রবর্তী, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর রেজাউল করিম ডাবলু, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর এরশাদুল বারি এরশাদ, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব শেখসহ পৌরসভার স্বাস্থ্য বিভাদের কর্মীরা।

আয়োজকদের পক্ষথেকে জানানো হয়, মশক নিধনের জন্য ১১ টি ফকার মেশিং দিয়ে পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে ওষুধ ছিটানো হবে।

আজ উদ্বোধনের দিন ৩ টি ওয়ার্ডে এই কাজ চলবে। এরপর প্রতিদিন বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে এই মশক নিধন কার্যক্রম চলবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button