জাতীয়

করোনা রোধে সবকিছু নিয়ন্ত্রণ হতে পারে: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

দেশে ফের মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ বেড়েছে। এ অবস্থায় জনস্বাস্থ্য বিবেচনা করে করোনার প্রথমবারের মতো সবকিছু নিয়ন্ত্রণ করতে হতে পারে বলে জানিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (১ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনে এ কথা জানান তিনি। এ সময় জনগণের সহায়তা দরকার বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, করোনা প্রায় নিয়ন্ত্রণ করে ফেলেছিলাম, কিন্ত গোটা বিশ্বেই এর প্রভাব বেড়েই চলেছে। দেশেও করোনার প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে গেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, টিকা নেওয়ার পর মানুষের উদাসীনতা বেড়ে গেছে। বিয়ে-পর্যটনসহ নানা কারণে যারা বেশি বেশি ঘুরে বেড়িয়েছেন তারাই করোনা আক্রান্ত হয়েছেন বেশি। মাস্ক পরাসহ, যথাযথভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করার কোনো বিকল্প নেই।

করোনা সংক্রমণ রোধে সীমিত মানুষ নিয়ে কাজ করার অভ্যাস করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এ সময় নিজেদের স্বার্থেই করোনার বিধিনিষেধ মেনে চলতে জনগণের প্রতি আহ্বানও জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া করোনায় মৃত্যুবরণকারী সবার প্রতিও শোক জানান তিনি। করোনা মহামারি মোকাবেলায় সবার সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী।

আজ স্বাস্থ্যবিধি মেনে শুরু হয় একাদশ জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশন। অধিবেশনের প্রথম দিনের শুরুতেই জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে শুভেচ্ছা জানান স্পিকার ড. শিরিন শারমীন চৌধুরী। পরে সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, এইচ টি ইমাম ও ব্যারিস্টার মওদুদ আহমেদসহ বেশ কয়েকজন সংসদ সদস্য এবং বিশিষ্টজনের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button