বগুড়া

করোনা সংক্রমণ ঝুঁকি বিবেচনায় বগুড়া প্রেসক্লাবের তাঁত বস্ত্র মেলা বন্ধ

করোনা সংক্রমনে স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় কার্যনির্বাহী পরিষদের সভার সিদ্ধান্ত মোতাবেক বগুড়া প্রেস ক্লাব আয়োজিত তাঁত বস্ত্র কুটির শিল্প পন্য মেলা বন্ধ করা হয়েছে।

এছাড়াও মেলা পরিচালনায় জেলা প্রশাসন ,পুলিশ প্রশাসনসহ যারা সহযোগিতা করেছেন তাঁদের ধন্যবাদ জানানো হয়।

মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় বগুড়া প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

বগুড়া প্রেসক্লাবের সভাপতি মাহমুদুল আলম নয়নের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরিফ রেহমানের পরিচালনায় নির্বাহী পরিষদের সভায় উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক করতোয়া সম্পাদক মোজাম্মেল হক, সহ-সভাপতি আব্দুস সালাম বাবু আব্দুল মোতালেব মানিক, এস এম কাওছার, যুগ্ম সম্পাদক সাজেদুর রহমান সিজু, সাজ্জাদ হোসেন পল্লব, কোষাধ্যক্ষ কমলেশ মোহন্ত শানু, দপ্তর সম্পাদক শফিউল আযম কমল,সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক মেহেরুল সুজন, পাঠাগার সম্পাদক এইচ আলিম, নির্বাহী সদস্য প্রদীপ ভট্টাচার্য শংকর, জে এম রউফ, তানসেন আলম,ইনসান আলী শেখ, ফরহাদুজ্জামান শাহি, প্রবীর মোহন্ত, লতিফুল করিম প্রমুখ।

সভায় সাংগঠনিক বেশ কিছু বিষয়ে সিদ্ধান্ত নেয়া হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button