জাতীয়

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার এ ভূষিত করেছে ভারত সরকার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গান্ধী শান্তি পুরস্কার এ ভূষিত করা প্রসঙ্গে ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, ‘বাংলাদেশ যখন মুজিববর্ষ উদযাপন করছে, ঠিক তখন বঙ্গবন্ধুকে সম্মান জানাতে পেরে তারা গর্বিত।’

২০২০ সালের জন্য এ পুরস্কার ঘোষণা করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, ‘মানবাধিকার ও স্বাধীনতার বীরপুরুষ ছিলেন বঙ্গবন্ধু। তিনি ভারতীয়দেরও নায়ক ছিলেন। তার উত্তরাধিকার ও অনুপ্রেরণা দুই দেশেরই জন্যই ঐতিহ্য। তার দেখানো পথেই দুই দেশের বন্ধুত্ব, উন্নয়ন ও সমৃদ্ধির ভিত্তি আরও শক্তিশালী হয়েছে।

অহিংসা ও গান্ধীবাদী আদর্শে আর্থ-সামাজিক বা রাজনৈতিক পরিবর্তন সাধনের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য এই পুরস্কার দেয়া হয়। মহাত্মা গান্ধীর মতাদর্শের প্রতি শ্রদ্ধা জানাতে তার নামে ১৯৯৫ সালে এই পুরস্কার চালু করে ভারত সরকার।
এর আগে, ওমানের প্রয়াত সুলতান কাবুস বিন সাঈদ, সাউথ আফ্রিকার প্রয়াত প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা, স্লোভাকিয়ার সাবেক প্রেসিডেন্ট ভাকলাভ শেভেল, আর্চবিশপ ডেসমন্ড টুটুসহ বিখ্যাত ব্যক্তিত্বরা এ পুরস্কার পেয়েছেন।

এই বিভাগের অন্য খবর

Back to top button