বগুড়া

বগুড়ায় মাস্ক না পরার দায়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

করোনা সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আবারো মাঠে নেমেছে বগুড়ার জেলা প্রশাসন। আজ বৃহস্পতিবার (১৮ মার্চ) বেলা ১০টার দিকে মাস্ক না পরায় শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় ১৩ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

এই অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাছিম রেজা ও তাসনিমুজ্জামান।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাছিম রেজা জানান, আজকের অভিযানে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মুল) আইন ২০১৮ অনুযায়ী মাস্ক না পরার অপরাধে ১৩ জনে ১ হাজার ৭শ টাকা জরিমানা করা হয়েছে। করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

উল্লেখ্য, বগুড়া জেলায় নতুন করে করোনা ভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণ বাড়ছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button