জাতীয়শিক্ষা

“সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে’

করোনা সংক্রমনের হার একদম তলানিতে থেকে আবারও উর্দ্ধোমুখী। টানা তৃতীয় দিনের মতো হাজারের বেশি রোগী শনাক্ত হচ্ছে দেশে। দৈনিক সনাক্তের হার আবার ৬ শতাংশ ছাড়িয়ে গেছে। শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত ২৪ ঘন্টায় দেশে ১ হাজার ৬৬জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। মারা গেছেন ১৩জন। সবমিলে মৃত্যুর সংখ্যা পৌঁছেছে ৮ হাজার ৫১৫জনে।

সংক্রমণের হার যখন বাড়ছে তখন সরকারের পূর্ব ঘোষণা অনুযায়ী ৩০ মার্চ স্কুল ও কলেজ খোলার বিষয়ে বিকল্প কিছু ভাবছে কিনা? শিক্ষামন্ত্রী জানান, সংক্রমণের হার বাড়তে থাকলে শিক্ষা প্রতিষ্ঠান খোলার তারিখ পেছাতে পারে।

বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করলে গেল বছরের ১৭ মার্চ থেকে বন্ধ দেশের সবশিক্ষা প্রতিষ্ঠান।

এই বিভাগের অন্য খবর

Back to top button