আইন ও অপরাধ

মিথ্যা যৌতুক মামলা প্রমাণ হওয়ায় এক নারী কারাগারে

জাল কাবিননামা ও মিথ্যা যৌতুক মামলা প্রমাণ হওয়ায় শামসুন্নাহার (৩০) নামে এক নারীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭–এর বিচারক কামরুন্নাহার এ আদেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০১৯ সালে ময়মনসিংহের আবদুল হান্নানের বিরুদ্ধে যৌতুকের দায়ে নির্যাতনের অভিযোগ এনে শামসুন্নাহার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭–এ নালিশি মামলা করেন। এতে ওই বছরই গ্রেপ্তার হয় হান্নান। এক মাস জেলেও খাটেন হান্নান।

এই মামলার অভিযোগ গঠনের শুনানি দিন ধার্য ছিল আজ বৃহস্পতিবার (০৪ মার্চ-২০২১)। আজকে মামলার বাদী শামসুন্নাহার আদালতে হাজির হয়ে বলেন, মামলার আসামি আবদুল হান্নানকে চেনেন না তিনি। হান্নান তার স্বামীও নন। এতে হান্নানকে অব্যাহতি দেন আদালত। একইসঙ্গে হান্নানের আবেদনে শামসুন্নাহারের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলায় শামসুন্নাহারকে দুই বছরের জেল দিয়েছেন আদালত।

হান্নান বলেন, ওই নারীকে সে চেনেন না। অথচ মিথ্যা মামলায় এক মাস জেলও খাটলেন। অন্যদিকে শামসুন্নাহার বলেন, অন্যের প্ররোচনায় যৌতুক মামলা করেছিলেন। এজন্য মাত্র এক হাজার টাকা পেয়েছেন তিনি।

এই বিভাগের অন্য খবর

Back to top button