জাতীয়

কবে টিকা নেবেন খালেদা জিয়া?

খালেদা জিয়া করোনার টিকা নেবেন কি নেবেন না? এ নিয়ে এখনো কাটেনি ধোঁয়াশা। দলের নেতারা বলছেন, জিয়ার সঙ্গে সাক্ষাতের সুযোগ না থাকায় তার মতামত জানতে পারছেন না তারা।

দেশে করোনার টিকা আসার পর থেকেই এর গ্রহণযোগ্যতা বাড়ানোর কথা বলে প্রধানমন্ত্রীকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে আসছিলেন বিএনপি নেতারা। পাশাপাশি টিকা নিয়ে বিভিন্ন নেতিবাচক বক্তব্যও দেন তারা।

শুরুতে বিরোধিতা করলেও পরে অবশ্য দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ একে একে বিএনপির অনেক নেতাই গ্রহণ করেন করোনার টিকা। তবে বেগম জিয়া কবে টিকা নেবেন, বিষয়টি এখনো পরিষ্কার নয়।

বৃহস্পতিবার (৪ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকা নেয়ার পর বেগম জিয়ার টিকা নেয়ার প্রসঙ্গটি আবারও সামনে এসেছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা তৈমূর আলম খন্দকার বলেন, ‘চেয়ারপারসনের সঙ্গে আমরা কোনো কথা বলতে পারি না। আমাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই। এ অসুস্থ অবস্থায় তার টিকা নেয়া প্রযোজ্য হবে কি না, এটা চিকিৎসকরাই বলতে পারবেন।’

খালেদা জিয়ার চিকিৎসক ও দলের ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ জানান, তার স্বাস্থ্যগত অবস্থার ওপর নির্ভর করছে, তার টিকা নেয়ার বিষয়টি।

খালেদা জিয়া এখনো টিকা না নিলেও এ ব্যাপারে দলের নেতাকর্মীদের উৎসাহিত করেছেন বলেও জানান ডা. জাহিদ।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button