খেলাধুলা

শচীন-যুবরাজদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ লিজেন্ডস

শচীন-যুবরাজের ভারতের বিপক্ষে ম্যাচ দিয়েই রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ শুরু হচ্ছে বাংলাদেশ লিজেন্ডসের। করোনাভাইরাস মহামারিতে এক বছর স্থগিত থাকার পর আবারও মাঠে গড়াচ্ছে, সাবেক ক্রিকেটারদের এ আসর। রায়পুরে কোয়ারেন্টিন শেষে পুরোদমে অনুশীলন করছেন পাইলট-সুজনরা। বাংলাদেশ লিজেন্ডসের হয়ে দারুণ কিছুর অপেক্ষায় তারা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায়।

অনেকটা সময় দেশের ক্রিকেট নিয়ে পরিকল্পনার দাফতরিক দায়িত্ব পালন করছেন কেউ কেউ। কেউ বা ছিলেন বিশ্লেষকের ভূমিকায়। সপ্তাহ দুয়েকের জন্য কাগুজে ক্রিকেটের ছুটি। সুজন-রাজ্জাকদের পরীক্ষা এবার মাঠেই।

রোড সেইফটি ওয়ার্ল্ড সিরিজ খেলতে ২৬ ফেব্রুয়ারি ভারতে গেছে বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা।

পুরনো চ্যালেঞ্জ, নতুন মোড়কে। দীর্ঘ সময় পর মাঠে নামতে একই সঙ্গে কাজ করছে রোমাঞ্চ আর স্নায়ুচাপ। স্বাগতিক ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে হচ্ছে শুরু। খেলোয়াড়ি জীবনের মতো এখানেও কি শচীন-যুবরাজদের মোকাবিলা করা কঠিনই হবে? আপাতত ওসব ভাবনায় নেই পাইলট-নাফিসদের।

করোনাভাইরাসের কারণে গত বছর ৪ ম্যাচ মাঠে গড়ানোর পর স্থগিত হয় ৪ দলের রোড সেইফটি ওয়ার্ল্ড সিরিজ। এ বছর সফর নিষেধাজ্ঞার কারণে ব্রেট লির অস্ট্রেলিয়া লিজেন্ডস অংশ নিতে পারছে না। তবে টুর্নামেন্টের মাঝপথেই যোগ দিয়েছে বাংলাদেশ আর ইংল্যান্ড লিজেন্ডস।

এই বিভাগের অন্য খবর

Back to top button