সারাদেশ

রাজশাহীর একটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ

পঞ্চম ধাপে দেশের ২৯টি পৌরসভায় চলছে ভোটগ্রহণ। রবিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া ভোট চলবে, বিকাল ৪টা পর্যন্ত।

বেশিরভাগ এলাকায় ভোটার উপস্থিতি চোখের পড়ার মতো। সুষ্ঠু পরিবেশ হওয়ায় খুশি ভোটাররা। তবে রাজশাহীর একটি কেন্দ্রে ককটেল বিস্ফোরণের খবর মিলেছে। রাজশাহীর চারঘাটে একটি ভোট কেন্দ্রে ৬টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

এ বিষয়ে বিএনপির প্রার্থী জাকিরুল ইসলাম বিপুল বলেন, এই কেন্দ্রে বিএনপির ভোটার বেশি। তাই আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন ঘটনা ঘটিয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ প্রার্থী একরামুল হক বলেন, বিএনপি নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে এমন কাণ্ড ঘটিয়েছে।

এ দফায় সবগুলো পৌরসভায় ভোট হচ্ছে, ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএমএ। নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সদস্য। পঞ্চম ধাপে ৩১টির তফসিল ঘোষণা করা হলেও আদালতের নির্দেশে স্থগিত হয়েছে দুটি পৌরসভার নির্বাচন।

এই বিভাগের অন্য খবর

Back to top button