অর্থ ও বানিজ্য

সোনার দাম কমেছে

বিশ্ব বাজারে সোনার দাম শুধু কমছেই। টানা দুই সপ্তাহ সোনার দামে বড় দরপতন অব্যাহত রয়েছে। ফলে গত আট মাসের মধ্যে সোনার দাম এখন নেমে এসেছে সর্বনিম্ন পর্যায়ে। শুধু সোনা নয়, দরপতন হয়েছে রূপারও। পাশাপাশি প্লাটিনামেরও বড় দরপতন হয়েছে।

গত এক সপ্তাহে সোনার দাম কমেছে ২ দশমিক ৬৯ শতাংশ। রূপার দাম কমেছে ২ দশমিক শূন্য ১ শতাংশ। অপরদিকে, প্লাটিনামের দাম কমেছে ৬ দশমিক ৭০ শতাংশ।

এর আগে, বিশ্ব বাজারের সঙ্গে তাল মিলিয়ে গত ১৩ জানুয়ারি থেকে দেশের বাজারে সোনার দাম কমায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গত ১২ জানুয়ারি বাংলাদেশ জুয়েলারি সমিতি (বাজুস) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাজুস নির্ধারিত নতুন মূল্য তালিকায় দেখা যায়, ২২ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয় ৭২ হাজার ৬৬৭ টাকা। ২১ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয় ৬৯ হাজার ৫১৭ টাকা। একইভাবে ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম ধরা হয় ৬০ হাজার ৭৬৯ টাকা। সনাতন পদ্ধতিতে সোনার প্রতি ভরির দাম ধরা হয় ৫০ হাজার ৪৪৭ টাকা।

এই বিভাগের অন্য খবর

Back to top button