বগুড়া সদর উপজেলা

সুষ্ঠ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর বগুড়ায় নির্বাচন কমিশনার কবিতা খানম

নির্বাচন কমিশনার বেগম কবিতা খানম বলেছেন, সুষ্ঠ এবং গ্রহণযোগ্য নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। ২৮ তারিখে বগুড়ায় সুষ্ঠ গ্রহণযোগ্য ও প্রশ্নের উর্দ্ধে থাকা নির্বাচন উপহার দিতে চাই। সেজন্য সকলের সহযোগিতা প্রত্যাশা করেন নির্বাচন কমিশনার।


তিনি বৃহস্পতিবার রাতে বগুড়া পৌরসভা নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। বগুড়া সার্কিট হাউসে আইনশৃঙ্খলাবাহিনীর সমন্বয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো: জিয়াউল হক। এতে জেলা পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা, জেলা রিটার্নিং অফিসার মাহবুব আলম শাহ্ সহ নির্বাচন সংশ্লিষ্ঠরা উপস্থিত ছিলেন।

জেলা ও পুলিশ প্রশাসনসহ নির্বাচন সংশ্লিষ্ঠদের সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ইতিপূর্বে বগুড়ায় সবগুলো পৌর নির্বাচন অত্যন্ত ভালো হয়েছে। নির্বাচন সুষ্ঠ ও গ্রহণযোগ্য করার লক্ষ্যে যা কিছু করার দরকার নির্বাচন কমিশন তা করবে। এখানে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ হবে। ভোটারদের মধ্যে ইভিএম-এ ভোট দেয়ার আগ্রহ রয়েছে।

উল্লেখ্য আগামী ২৮ ফেব্রয়ারী বগুড়া পৌরসভার নির্বাচনে ইভিএম-এ ভোট গ্রহণ হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button