শিক্ষা

সিদ্ধান্ত পরিবর্তন, ঢাবি অধিভুক্ত ৭ কলেজের চলমান পরীক্ষা চলবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের চলমান পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্টদের সঙ্গে শিক্ষামন্ত্রণালয়ের এক ভার্চুয়াল বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

শিক্ষামন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে দুপুর ১ টা ৫২ মিনিটে তিনি জানিয়েছিলেন, ঢাবি অধিভুক্ত সাত কলেজের চলমান আন্দোলনের বিষয়ে শিক্ষামন্ত্রী মহোদয়ের অনলাইন সভা চলছে। অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত জানানো হবে।

সাত সরকারি কলেজের প্রধান সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেন, সাত কলেজের চলমান পরীক্ষাগুলো অব্যাহত থাকবে। গতকাল এবং আজকের পরীক্ষাগুলোর তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে।

প্রসঙ্গত, পরীক্ষা স্থগিদের বিরুদ্ধে গতকাল মঙ্গলবার ও আজ বুধবার সড়ক অবরোধ করে আন্দোলন করেন শিক্ষার্থীরা।

এই বিভাগের অন্য খবর

Back to top button