শাজাহানপুর উপজেলা
বগুড়ার শাজাহানপুরে ভাষা শহীদদের আত্মার শান্তিতে হিন্দু সম্প্রদায় প্রার্থনা


আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান ভাষা শহীদদের পূজা আর্চনার মধ্যদিয়ে স্মরণ করেছেন বগুড়ার শাজাহানপুরের হিন্দু সম্প্রদায়।
আজ সোমবার সকালে শাজাহানপুর কেন্দ্রীয় মাঝিড়া কালি মন্দিরে ভাষা শহীদদের আত্মার শান্তি কামনায় প্রার্থনা করেন তারা। ঘণ্টাব্যাপী প্রার্থনা ও আলোচনা শেষে উপস্থিতিদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়।
পূজা পরিচালনা করেন মন্দির কমিটির সভাপতি চিত্যরঞ্জন তরফদার। এছাড়াও অনুষ্ঠানে সুশীল সমাজের ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।