আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর, স্বামীর অবস্থা আশঙ্কাজনক

বগুড়া জেলার আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় শিল্পী রাণী (৪০) নামের এক সিএনজিচালিত অটোরিকশার যাত্রী মারা গেছেন। এসময় নিহতের স্বামী দীপঙ্কর (৫০) ও সিএনজি চালক জিয়া (৩০) গুরুত্বর আহত হয়েছেন।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে বগুড়া-নওগাঁ মহাসড়কের আদমদীঘির শিবপুর গ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে দুই (স্বামী-স্ত্রী) যাত্রী নিয়ে উপজেলার সান্তাহার থেকে একটি সিএনজিচালিত অটোরিকশা বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে যায়। পথে উপজেলার শিবপুর নামক এলাকায় সিএনজিটি পৌঁছালে সামনে থেকে একটি বড় গাড়ি (অজ্ঞাত) ধাক্কা দেয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়িতে থাকা স্বামী দীপঙ্কর, স্ত্রী শিল্পী রাণী ও চালক জিয়া গুরুত্বর আহত হন।
পরে পথচারিরা তাদের উদ্ধার করে বগুড়া হাসপাতালে নেয়ার পথে শিল্পী মারা যায়। স্বামী দীপঙ্কর ও চালক জিয়ার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।