বগুড়া সদর উপজেলা

বগুড়ার ২১ মামলার আসামী ভাড়াটে সন্ত্রাসী ‘ব্রাজিল’ গ্রেপ্তার

বগুড়ায় ২১ মামলার আসামী ভাড়াটে সন্ত্রাসী ‘ব্রাজিল’ গ্রেপ্তার
বগুড়ার ভাড়াটে সন্ত্রাসী বিরাজুল ইসলাম ব্রাজিলকে গ্রেপ্তার করেছে বগুড়া সদর থানা পুলিশ।

১৭ ফেব্রুয়ারি, বুধবার ভোরে তাকে শহরের গোদারপাড়া এলাকার একটি গ্যারেজ থেকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে সদর থানায় নাশকতা, অস্ত্র, চাঁদাবাজী, সন্ত্রাস, এসিড, ছিনতাই, মাদকসহ ২১টি মামলা রয়েছে। ব্রাজিল শহরের গোদারপাড়া দক্ষিণপাড়া গ্রামের শাজাহান আলী কালুর ছেলে।

এদিকে একই দিন বগুড়া শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সাতটি নাশকতা ও অস্ত্র মামলার আসামি সাব্বির হোসেন, চারটি নাশকতার মামলায় মো. মোস্তফা এবং পাঁচটি অস্ত্র মামলায় রিপন শেখসহ এজাহারভুক্ত আট জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, গ্রেফতারকৃতদের মধ্যে ব্রাজিল চারমাথা এলাকার ভাড়াটে টেরর হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। নির্বাচনের সময় সে বাইরে থাকলে যেকোনো মূহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে। তার বিরুদ্ধে থানায় ২১টি মামলা রয়েছে। চারমাথা এলাকায় অধিকাংশ নাশকতার ঘটনার সঙ্গে সে যুক্ত।

এছাড়া তার বিরুদ্ধে দায়িত্ব পালন করার সময় পুলিশকে মারধরের অভিযোগও আছে। ব্রাজিলসহ বাকি আট জনকে কোর্টে চালান দিয়ে হাজতে পাঠানো হয়েছে বলে জানান ওসি হুমায়ুন কবির।

এই বিভাগের অন্য খবর

Back to top button