জাতীয়

দেশে আঘাতের শঙ্কা প্রধানমন্ত্রীর

দেশ যখন এগিয়ে যায় তখনই আঘাতের শঙ্কা থাকে। একনেক সভায় এ কথা বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। যথাসাধ্য চেষ্টার কারণেই, দেশে করোনা নিয়ন্ত্রণে সরকার সফলতা পেয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা। গণভবন থেকে এতে যুক্ত হন, একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বক্তব্যে বিশ্বব্যাপী মহামারির প্রভাব মোকাবিলায় ও স্বাস্থ্য সুরক্ষা পরিস্থিতির চিত্র তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান, সীমিত সম্পদেই দেশের বিশাল জনগোষ্ঠীর জন্য টিকার বন্দোবস্ত করা হয়েছে; যা অনেক দেশই পারেনি।

পঁচাত্তর পরবর্তী গণতন্ত্রের পথ মসৃণ ছিলো না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, সব প্রতিকূলতা পেড়িয়েই বাংলাদেশ অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে যাওয়ার পথে আঘাতের শঙ্কা দেখছেন সরকার প্রধান।

বাংলাদেশকে উন্নয়নের মহা সোপানে নিয়ে যেতে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। 

এই বিভাগের অন্য খবর

Back to top button