বগুড়া সদর উপজেলা

বগুড়া পৌরসভা নির্বাচনে ভোটযুদ্ধে শ্বাশুরি ও ছেলের বৌ

বগুড়া পৌরসভা নির্বাচনে ভোটযুদ্ধে নেমেছেন শ্বাশুরি ও ছেলের বৌ। উভয়েই নিজ নিজ অবস্থান থেকে চালিয়ে যাচ্ছেন প্রচারণা।

এবারের নির্বাচনে পৌরসভার ১০,১১,১২ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে লড়ছেন তারা। এনিয়ে মানুষের মাঝেও দেখা দিয়েছে নানান প্রশ্ন।

বগুড়া পৌরসভার ১০,১১ ও ১২ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডে পরপর ৩ বার নির্বাচিত বর্তমান কাউন্সিলর খোদেজা বেগম এবারেও প্রতিদ্বন্দ্বীতা করছেন।

গত নির্বাচনে তিনি বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবেই নির্বাচিত হন। এবার ওই ওয়ার্ডে দলীয় সমর্থন পেয়েছেন অন্যজন।

দলীয় সমর্থন না পেলেও এবারে নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবেই জবা ফুল প্রতীক নিয়ে লড়ছেন। আর নির্বাচনে একই পদে তার প্রতিদ্বন্দ্বীতা করছেন বড় ছেলে আলমগীর হোসেনের স্ত্রী রেবেকা সুলতানা লিমা। তিনি লড়ছেন চশমা প্রতীক নিয়ে।

ওয়ার্ডে মহিলা কাউন্সিলর প্রার্থী রয়েছেন ৭ জন।
এবিষয়ে জানতে চাইলে খোদেজা বেগম হাসিমুখে বলেন, সমস্যা কি। এলাকার ভোটাররা চশমা পড়ে এসে জবা ফুলে ভোট দিয়ে যাবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button