আন্তর্জাতিক খবরকরোনা আপডেট

করোনা ধ্বংসে ৯৯ শতাংশ কার্যকরিতা দেখিয়েছে ফরাসি একটি স্প্রে

করোনাভাইরাস ধ্বংসে ৯৯ শতাংশ কার্যকরিতা দেখিয়েছে ফ্রান্সে তৈরি একটি নাকের স্প্রে। এটি তৈরি করেছে ফরাসি কোম্পানি ফার্মা এন্ড বিউটি (পিএন্ডবি)। আশা করা হচ্ছে, আগামি কয়েক সপ্তাহের মধ্যেই এটি বাজারে আসবে।

কোম্পানিটি জানিয়েছে, মার্চ মাসেই ১০ লাখ থেকে ৩০ লাখ বোতল উৎপাদন করবে তারা। তবে এপ্রিল থেকে এর উৎপাদন বেড়ে এক কোটি ৫০ লাখ হবে। প্রতি বোতলে থাকবে ৩০ মিলি স্প্রে এবং এর কার্যক্ষমতা থাকবে এক মাস। একেকটি বোতলের দাম ধরা হয়েছে ১৪ দশমিক ৯ ইউরো করে। অর্থাৎ, বাংলাদেশী মুদ্রায় দেড় হাজার টাকার সামান্য বেশি।

প্রায় এক বছর ধরে এই স্প্রে নিয়ে কাজ করছে পিএন্ডবি। তাদের দাবি, বিভিন্ন গবেষণার পর তারা নিশ্চিত হয়েছেন যে এই স্প্রে প্রয়োগে ৩০ সেকেন্ডেরও কম সময়ের মধ্যে ৯০ শতাংশের বেশি ভাইরাস ধ্বংস করে দেয়। আগামি ১ মার্চ থেকে এটি বাজারজাত শুরু করবে কোম্পানিটি। সূত্র: সি নিউজ।

এই বিভাগের অন্য খবর

Back to top button