জাতীয়

রাজনীতিতে লোভের বশবর্তীরা বেশিদিন টিকতে পারেনা: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, রাজনীতি করতে গিয়ে যারা লোভের বশবর্তী হয়, যাদের কাছে অর্থসম্পদ বড় হয়ে যায়, তারা বেশিদিন টিকতে পারে না। এটা বাস্তবতা। যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে (কেআইবি) আয়োজিত অনুষ্ঠানে যুক্ত হয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। এ সময় দেশপ্রেম ও জাতির পিতার আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করতে যুবলীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, আদর্শবিহীন রাজনীতি টিকে থাকতে পারে না।

তিনি বলেন, যুবলীগের নেতা-কর্মীদের বলব জাতির পিতার আদর্শ যদি কেউ বুকে ধারণ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে মানুষের কল্যাণের কথা চিন্তা করে রাজনীতি করে, তাহলে সে রাজনীতিতে টিকে থাকে। কিন্তু যে রাজনীতি করতে গিয়ে লোভের বশবর্তী হয়, অর্থসম্পদ যাদের কাছে বড় হয়ে যায়, তারা কিন্তু বেশিদিন টিকতে পারে না। এটা বাস্তবতা।

শেখ হাসিনা বলেন, পঁচাত্তর-পরবর্তী ক্ষমতা দখলকারীরা ক্ষমতাকে ভোগের বস্তু হিসেবে নেয়ায় মুষ্টিমেয় কিছু লোক ভাগ্যের বদল করতে পারলেও তা দেশ ও জনগণের কোনো কল্যাণ বয়ে আনতে পারেনি। তাই আজকে জনগণের কাছে তাদের কোনো স্থান নেই। এ স্থান আসলে থাকে না।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে বলেন, খালেদা জিয়া বড়াই করে বলেছিলেন—শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা কোনোদিন বিরোধী দলের নেতাও হতে পারবে না। তার কথাটি তার বেলাতেই ফলে গেছে। তার ছেলেকে নিয়ে হাজার হাজার কোটি টাকা বানিয়েও কিছু করতে পারেননি।

তিনি বলেন, ২ হাজার কোটি টাকা থাকলে কেউ কোনোদিন তাদের ক্ষমতা থেকে সরাতে পারবে না বলে তারা ভেবেছিল। কিন্তু তাদেরও সরে যেতে হয়েছে।

শেখ হাসিনা বলেন, তার ঘোষণা ছিল আওয়ামী লীগ একশ বছরেও ক্ষমতায় আসতে পারবে না। আল্লাহর রহমতে শত্রুর মুখে ছাই দিয়ে আওয়ামী লীগ প্রথমবার পাঁচ বছর আর এরপর টানা ১২ বছর ক্ষতায় আছে বলেই জনগণের সেবা করার সুযোগ পেয়েছি।

এ সময় প্রধানমন্ত্রী বারবার ভোটে নির্বাচিত করায় জনগণের প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, দলের সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি প্রমুখ। যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন যুবলীগ সাধারণ সম্পাদক মইনুল হোসেন নিখিল।

এই বিভাগের অন্য খবর

Back to top button