খেলাধুলা

ফেব্রুয়ারির মধ্যে ক্রিকেটারদের জন্য করোনা ভ্যাকসিন দেওয়া হবে

সরকারিভাবে যে ৫০ লাখ করোনাভাইরাসের টিকা আনা হচ্ছে, সেখানে ক্রিকেটারদের অগ্রাধিকার দেওয়া হবে বলে আশা করছে বিসিবি। যদি সেখান থেকে ক্রিকেটাররা ভ্যাকসিন না পান, তাহলে ক্রিকেট সংশ্লিষ্টদের জন্য টিকা কিনবে বাংলাদেশ ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। সেই প্রক্রিয়া ফেব্রুয়ারির মধ্যেই সম্পন্ন হবে বলে নিশ্চিত করলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম ওয়ানডে শেষে বুধবার (২০ জানুয়ারি) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি টিকা নিয়ে বিসিবির ভাবনা জানান। যত দ্রুত সম্ভব টিকা দিয়ে ঘরোয়া ক্রিকেট শুরু করাসহ দেশের ক্রিকেট কার্যক্রম স্বাভাবিক করতে চান তারা।

এ বিষয়ে বিসিবি সভাপতি জানান, ‘সরকারের পক্ষ থেকে যে ৫০ লক্ষ আছে সেটি তো থাকবেই। এছাড়া প্রাইভেট আরও কিছু ভ্যাকসিন আনবো। ফেব্রুয়ারির মাঝামাঝি আসবে। সেটা আসলে খেলোয়াড়দের অগ্রাধিকার থাকবে বলে শুনেছি। যদি সেটি হয় তাহলে খুবই ভালো হবে।’

এই বিভাগের অন্য খবর

Back to top button