স্বাস্থ্য

করোনার আরও একটি নতুন উপসর্গ!

সম্প্রতি করোনার নতুন এক উপসর্গের কথা জানিয়েছেন বিশেষজ্ঞরা। আর এটি হচ্ছে জিভে ইনফেকশন।

মুখের ভেতরে ইনফেকশন হলেও করোনা হতে পারে।  

কিংস কলেজ লন্ডনের অধ্যাপক টিম স্পেকটর এক হেলথ ম্যাগাজিনকে জানিয়েছেন, বেশ কয়েকজন কোভিডের রোগীদের মধ্যেই মুখের ভেতরে ইনফেকশন, জিভে অস্বস্তি লক্ষ্য করা যাচ্ছে।প্রতি পাঁচজন করোনা রোগীর মধ্যে একজনের এই উপসর্গের অভিজ্ঞতা রয়েছে।

করোনার প্রাথমিক উপসর্গ দেখা যেতে পারে মুখের ভেতরের ইনফেকশনকে। তাই এই উপসর্গের সঙ্গে জ্বর, খুসখুসে কাশি, শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা গেলে আইসোলেশনে যাওয়ার ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

এই বিভাগের অন্য খবর

Back to top button