খেলাধুলা
মার্শেইয়ের বিপক্ষে ফিরছেন পিএসজির নেইমার

ফ্রেঞ্চ সুপার কাপে শিরোপার লড়াইয়ে ফিরছে নেইমার। পিএসজির প্রতিপক্ষ অলিম্পিক মার্শেই। গেলো বছর সেপ্টেম্বরের কথা। নেইমারসহ দুই দলের খেলোয়াড় লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন। অলিম্পিক মার্শেইয়ের ডিফেন্ডার আলভারো গঞ্জালেসের বিপক্ষে বর্ণবাদের অভিযোগ এনে বিতর্ক আরো উসকে দেন ব্রাজিলিয়ান পোস্টার বয়। যদিও তার সেই অভিযোগ ধোপে টেকেনি।
৪ মাস পর আবারো লে ক্লাসিকে মুখোমুখি পিএসজি-অলিম্পিক মার্শেই। এবার মঞ্চের উত্তাপ আরো বেশি। ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপার লড়াই। এ ম্যাচ দিয়েই ৪ সপ্তাহ পর ইনজুরি থেকে ফিরছেন নেইমার।
ম্যাচটি স্মরণীয় হতে পারে মৌরিসিও পচেত্তিনোর জন্য। দায়িত্ব নেবার তৃতীয় ম্যাচেই শিরোপা উৎসবে মাতার সুযোগ এ আর্জেন্টাইনের সামনে। তবে দু:সংবাদ রাফিনহা ও থিলো কেহরারের পর কোভিড পজেটিভ হয়েছেন পিএসজির তরুণ ফুল ব্যাক কলিন দাগবা।