বগুড়ায় তিন শতাধিক শীতার্তদের মাঝে জেলা পুলিশের শীতবস্ত্র বিতরণ

বগুড়ায় জেলা পুলিশের আয়ােজনে বাংলার শীতার্ত ও দুঃস্থ মানুষদের মাঝে শীতবস্ত্র কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
১৩ জানুয়ারি বুধবার সকাল ১১ টায় বগুড়া করােনেশন ইনস্টিটিউশন এন্ড কলেজ মাঠে তিন শতাধিক শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
কনফিডেন্স পাওয়ার বগুড়া লিমিটেডের সহযােগিতায় কর্মসূচীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আলী হায়দার চৌধুরী (প্রশাসন), আব্দুর রশিদ (অপরাধ), মােতাহার হােসেন (ডিএসবি), ফয়সাল মাহমুদ (সদর সার্কেল ও জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র), বগুড়া জেলা যুবলীগ সভাপতি ও করােনেশন ইনস্টিটিউশন এন্ড কলেজের সভাপতি শুভাশীষ পােদ্দার লিটন, পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর লায়ন কবিরাজ তরুন কুমার চক্রবর্তী, সদর থানার ওসি হুমায়ুন কবীর, কনফিডেন্স পাওয়ার বগুড়া লিমিটেডের প্লান্ট ম্যানেজার সাঈদ হাসান চৌধুরী, ম্যানেজার (এইচ এন্ড এডমিন) মাহবুবুল হক, সদর থানার ইন্সপেক্টর(তদন্ত) আবুল কালাম আজাদ, ফুলবাড়ি ফাঁড়ির পুলিশ পরিদর্শদক শফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।