বগুড়ায় কার্গো ভ্যানের চাপায় বৃদ্ধ নিহত

বগুড়ায় ঢাকাগামী কার্গোর চাপায় আব্দুল ফকির (৭০) নামে বৃ্দ্ধ পথচারীর মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার শহরের মাটিডালী পারাডাইস হোটেলের সামনে ঘটে।
নিহত আব্দুল ফকির বগুড়া সদরের শাখারিয়ার বাওলা পাড়ার মৃত আব্দুল গোমরা ফকিরের ছেলে।
বগুড়া সদর থানা পুলিশ সুত্রে জানা যায়, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহরের মাটিডালী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে প্যারাডাইস আবাসিক হোটেলের সামনে রাস্তা পার হতে গিয়ে আব্দুল ফকির ঢাকাগামী কার্গো ভ্যানের (ঢাকা মেট্রো-ট-২০-৭৯৩২) চাপা দেয়। চাপা দিলে আব্দুল ফকির ঘটনাস্থলে মারা যায়। ঘাতক কার্গোর ড্রাইভার হেলপার পলাতক রয়েছে।
আব্দুল ফকির বগুড়া শহরের রাজাবাজারে নৈশপ্রহরীর চাকুরী করেন।
বগুড়া সদর থানার ফুলবাড়ি ফাঁড়ির ইন্সপেক্টর শফিকুল ইসলাম জানান, সন্ধ্যায় কার্গোভ্যানের চাপায় বৃদ্ধ ঘটনাস্থলে নিহত হয়। নিহত আব্দুল ফকির বগুড়া সদরের শাখারিয়ার বাওলা পাড়া এলাকার বাসিন্দা। মৃত দেহ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক কার্গোভ্যানটিকে আটক করা হয়েছে, ড্রাইভার হেলপারকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।