জাতীয়

বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন মিজানুর রহমান খান

প্রখ্যাত সাংবাদিক-কলামিস্ট-বিশ্লেষক ও দৈনিক প্রথম আলোর যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের প্রথম জানাজার নামাজ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে হয়েছে।

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে দ্বিতীয় এবং জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণে তৃতীয় জানাজার নামাজ হবে। দুপুর ১২টায় শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ নেয়া হবে কর্মস্থল প্রথম আলো কার্যালয়ের সামনে। জোহরের নামাজের পর মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন মিজানুর রহমান খান।

সাংবাদিক মিজানুর রহমান খান গত ২৭ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হন। প্রথমে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তিনি চিকিৎসা নেন। সেখান থেকে গত ১০ ডিসেম্বর তাকে মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সেখানে তাকে নিবিড় পরিচর্যাকেন্দ্রে রেখে চিকিৎসার একপর্যায়ে শারীরিক অবস্থার অবনতি হলে গত শনিবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সোমবার সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়।

এই বিভাগের অন্য খবর

Back to top button