বগুড়া

বগুড়ায় বিজ্ঞান মেলা শুরু

বগুড়ায় মঙ্গলবার (১২ জানুয়ারি) বেলা ১২টায় করোনা এবং স্বাস্থ্য সুরক্ষ স্লোগানে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করা হয়।

বগুড়া জিলা স্কুলে বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের উদ্বোধন করেন জেলা প্রশাসক জিয়াউল হক।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মাসুম আলী বেগের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সরকারি আজিজুল কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক মতিউর রহমান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তামহিনা খাতুন, জেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হযরত আলী, বগুড়া জিলা স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামপদ মুস্তফী।

এবারের মেলায় জুনিয়র গ্রুপে ১৪টি ও সিনিয়র গ্রুপে ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঁচটি বিজ্ঞান ক্লাব তাদের তৈরিকৃত বিভিন্ন ধরনের প্রায় ৫০টি প্রকল্প উপস্থাপন করেছে।

এই বিভাগের অন্য খবর

Back to top button