জাতীয়

মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন অনুষ্ঠিত

মুজিববর্ষ উপলক্ষে রাজধানীতে হয়ে গেল বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন প্রতিযোগিতা।

রোববার (১০ জানুয়ারি) সকালে আর্মি স্টেডিয়ামে এই আয়োজনের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

ফুল ম্যারাথন এবং হাফ ম্যারাথন দুই বিভাগে অংশ নিয়েছেন ২০০ জন অ্যাথলিট। এ ছাড়া অ্যাপসের মাধ্যমে ডিজিটাল ম্যারাথন চলবে আগামী ৭ মার্চ পর্যন্ত।

এই প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও ১৩টি দেশের ৩৫ জন বিদেশি অ্যাথলিট অংশ নিয়েছেন। আর্মি স্টেডিয়াম থেকে শুরু করে বনানী গুলশান হয়ে হাতিরঝিল গিয়ে শেষ হয় ম্যারাথন।

ফুল ম্যারাথনে বিদেশি বিজয়ীকে দেওয়া হয় ১৫ হাজার মার্কিন ডলার। এ ছাড়া দেশি চ্যাম্পিয়নরা পাবেন ৫ লাখ টাকা করে।

এই বিভাগের অন্য খবর

এছাড়াও দেখুন
Close
Back to top button